মটর সাইকেল গ্যারেজ ম্যাকানিক সমিতি’র ক্রীড়া প্রতিযোগিতা
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিভাগীয় মটর সাইকেল গ্যারেজ ম্যাকানিক সমিতি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, ভ্রমণ ও বনভোজন অনুষ্ঠান গত শুক্রবার ঝিনাইদাহ’র জোহান ড্রিম ভ্যালি পার্ক রিসোর্টে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা সংগঠনের সভাপতি মোঃ নূরুজ্জামান জামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ বুলবুল শেখের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতাদের অন্যতম উপদেষ্টা প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আইনুল হক ও উপদেষ্টা মোঃ খোকন মল্লিক।
ক্রীড়া অনুষ্ঠানটি পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান বাবলু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ ওমর ফারুক কুমার, কোষাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম মামুন, দপ্তর সম্পাদক মোঃ নুরুল আমিন মিনু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোক্তার হোসেন, সদস্য মোঃ রজব, জহুরুল হক সাগর, ওয়াদুদ মেম্বর’সহ অন্যান্য সদস্যগণ। নিউ মোটর সাইকেল মার্ট, বন্ধু এন্টারপ্রাইজ, গাজী টায়ার, লুব্রিকেন্টস্ মবিল ও শামীম ইঞ্জিনিয়ারিং-এর সৌজন্যে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।