September 19, 2024
খেলাধুলা

ভালো করার লক্ষ্য নিয়ে কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার ভালো করার লক্ষ্য নিয়ে স্বাগতি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট লড়াই শুরু করবে টাইগাররা। ওয়ানডের দুঃস্মৃতি ভুলে গিয়ে টেস্ট সিরিজে ভালো করতে মরিয়া টাইগাররা। আগামী ২৮ ফেব্র“য়ারি থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। হ্যামিল্টনে আগামীকাল (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায়) শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ওয়ানডেতে না পারলেও টেস্ট সিরিজে বাংলাদেশ চ্যালেঞ্জ ছুঁড়ে দিবে বলে মনে করে নিউজিল্যান্ড।
ওয়ানডেতে ভালো করতে মুখিয়ে ছিলো বাংলাদেশ। নিউজিল্যান্ডে আসার আগে অন্তত একটি ওয়ানডে জয়ই ছিলো টাইগারদের প্রধান লক্ষ্য। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় লক্ষ্য পূরণে ব্যর্থ বাংলাদেশ। তিন ম্যাচের সবগুলোতেই হারে তারা।
ওয়ানডে সিরিজের দুঃস্মৃতি এখন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের চারপাশে। তবে মূল লড়াইয়ে নামার আগে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে টাইগাররা। সেখানে আলোকিত ছিলো বাংলাদেশের ব্যাটসম্যানরা। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে দু’দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনই ৪১১ রান তুলে নেয় বাংলাদেশ।
ব্যাট হাতে ওপেনার সাদমান ইসলাম ৬৭, লিটন দাস ৬২, ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল­াহ রিয়াদ ৫৯, মেহেদি হাসান মিরাজ ৫১, তামিম ইকবাল ৪৫ ও সৌম্য সরকার ৪১ রান করেন। ব্যাটসম্যানদের অনুশীলন ভালো হলেও, বোলাররা নিজেদের মেলে ধরতে পারেনি। কারন বৃষ্টির কারণে দ্বিতীয় দিন মাত্র ১২ ওভার খেলা হয়। তবে ঐ ১২ ওভারে আশা জাগানিয়া পারফরমেন্স ছিলো বাংলাদেশ বোলারদের। প্রতিপক্ষের ২টি উইকেটের পতন ঘটান তারা। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন ১টি করে উইকেট নিলে শেষ পর্যন্ত তম্যাচটি ড্র হয়।
নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলা যে কত কঠিন, তা আবারো বুঝলো বাংলাদেশ। ওয়ানডে সিরিজে তা হারে হারে টের পেয়েছে। এবার টেস্ট সিরিজ, এটিই যে আরও বড় পরীক্ষা তা বলার অপেক্ষা রাখে না। দেশ ছাড়ার আগে টেস্ট সিরিজকে অনেক বেশি কঠিন বলে মন্তব্য দলের কোচ স্টিভ রোডস, ‘টেস্ট সিরিজটি আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে পারফর্ম করাটা কঠিন হবে।’
নিউজিল্যান্ডের পেস-সুইং নিয়ে অনেক বেশি চিন্তিত রোডস, ‘আমরা বুঝতে পেরেছি, বিদেশের মাটিতে ভালো করতে হলে প্রতিপক্ষ বোলারদের পেস ও সুইং কব্জা করতে হবে আমাদের। এসব নিয়ে গেল ছয় মাস ব্যাটসম্যান ও বোলাররা কাজ করেছে। শুধুমাত্র এই সিরিজকে সামনে রেখে নয়, নিজেদের ভালোভাবে প্রস্তুত করাই প্রধান লক্ষ্য ছিলো।’
নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের আগের সফরগুলোর ফলও তেমনটাই বলছে। নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত ৭টি টেস্ট খেলেছে বাংলাদেশ। সবগুলোতে বড়-বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। কোন ম্যাচেই লড়াইয়ে ছিটেফটাও দেখাতে পারেনি তারা। তবে দেশের মাটিতে ছয়টি টেস্টের মধ্যে ৩টি ম্যাচ ড্র করতে পারে বাংলাদেশ। তবে এই অর্জন নিউজিল্যান্ডের মাটিতে কতটা কাজে আসে সেটাই দেখার বিষয়।
তার ওপড় সিরিজের প্রথম টেস্টে খেলছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে হাতের আঙ্গুলের ইনজুরিতে পড়েন তিনি। তাই ওয়ানডে সিরিজে খেলতে পারেননি সাকিব। ঐ ইনজুরির কারনে হ্যামিল্টন টেস্টে নেই সাকিব। পরের দু’টি টেস্টে খেলবেন কি-না এখনো নিশ্চিত নয়।
তবে যাই হোক না কেন, টেস্ট সিরিজে বাংলাদেশ চ্যালেঞ্জ ছুড়ে দিবে মনে করছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান হেনরি নিকোলস। তিনি বলেন, ‘টেস্ট সিরিজে বাংলাদেশ চ্যালেঞ্জ দিবে আমাদের, এটি বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের র‌্যাংকিং নিয়ে সবাই কথা বলবে। তবে এগুলো না ভেবে বাংলাদেশের চ্যালেঞ্জ সামলানোই এখন আমাদের মূল লক্ষ্য।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *