April 20, 2024
খেলাধুলা

ভারত জাতীয় দলে গত ৮ মাসে ৬ জন নতুন অধিনায়ক

ভারত জাতীয় দলে প্রতি বছরই একঝাক নতুন ক্রিকেটার উঠে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বদৌলতে। এবারের আইপিএল মৌসুম থেকেও এমন বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার পেয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এজন্য টানা খেলার চাপ থেকে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিতে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ সিরিজ বা ম্যাচগুলোতে সেসব তরুণ ক্রিকেটারের সুযোগ দিচ্ছে ভারত। তাতেই গত ৮ মাসে ৬ জন নতুন অধিনায়কের সঙ্গে কাজ করতে হচ্ছে দলটির হেড কোচ রাহুল দ্রাবিড়ের।

সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে দ্রাবিড় বলেন, ‘সত্যি বলতে মজার বিষয়। একই সঙ্গে চ্যালেঞ্জিংও। বিগত ৮ মাসে সম্ভবত ৬ জন অধিনায়কের সঙ্গে কাজ করতে হচ্ছে। যদিও এমন পরিকল্পনা ছিল না! কিন্তু মহামারিতে পরিস্থিতিতে এমনটাই হয়ে গেল। আমরা দল এবং কাজের ধকল বুঝেই ম্যাচ খেলছি। তার সঙ্গেই বদল ঘটেছে অধিনায়কত্বে। আমরা দলের মধ্যে থেকেই অনেক নেতা তৈরি করতে পারলাম। অনেককে পরখ করতে পারলাম।’

দ্রাবিড় বললেন, ‘এই ৮ মাস ফিরে দেখলে, আমার কাছে দক্ষিণ আফ্রিকা সিরিজ ছিল বেশ হতাশাজনক। ১-০ এগিয়েও আমাদের সিরিজ হারতে হয়েছিল। বিশেষত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল। সাদা বলে আমরা বেশ ভালো ক্রিকেট খেলেছি। সেখান থেকে কামব্যাক করেছি। এই সিরিজেও ঘুরে দাঁড়িয়েছি। আমাদের মূল খেলোয়াড়দের ছাড়াই আমরা লড়াইয়ে ফিরেছি। এটাই কিন্তু দলের চরিত্র বুঝিয়ে দেয়। আমাদের কোয়ালিটি এবং গভীরতা রয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *