ভারতের ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার নির্দেশ
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কায় ভারতের আসন্ন সব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
ভারতে এখনও পর্যন্ত ৬৮ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হলেও কেউ মারা যায়নি। এশিয়ার অন্যান্য দেশ, ইউরোপ, উত্তর আমেরিকার তুলনায় ভারতে আক্রান্তের সংখ্যা অনেকটা কম। তবে বিশেষজ্ঞদের শঙ্কা, ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে যে ধরনের নিবিড় পরিচর্যা কেন্দ্র দরকার, ভারতের চিকিৎসা ব্যবস্থা সেটি সামাল দিতে সক্ষম নয়।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ইতোমধ্যেই কয়েকটি বিশেষ ক্যাটাগরির বাইরে বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য ১৫ এপ্রিল পর্যন্ত ভিসা স্থগিত করেছে ভারত।
দেশটির ক্রীড়া সচিব আরএস ঝুলানিয়া বৃহস্পতিবার রয়টার্সকে বলেছেন, তারা চাইছেন জাতীয় ক্রিকেট দলের আসন্ন সব ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হোক।
ধর্মশালায় এ দিনই শুরু হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে দর্শকের লাইন দেখা গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। যে দুই রাজ্যে সিরিজের ম্যাচগুলো হবে সেই রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী ‘জনসমাগম এড়ানোর পরামর্শ দিয়েছেন।’
এ মাসের শেষ দিকে শুরু হওয়ার কথা আইপিএলের ত্রয়োদশ গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, বিদেশি ক্রিকেটারদের ভিসা, দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার সম্ভাব্যতা যাচিয়ে দেখাসহ টুর্নামেন্টের ‘সমস্ত সম্ভবনা’ নিয়ে আলোচনার জন্য শনিবার তারা বৈঠকে বসবেন।