January 3, 2025
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

ভারতের উন্নয়ন অংশীদার বাংলাদেশ: রামনাথ কোবিন্দ

বাংলাদেশকে ভারতের উন্নয়ন অংশীদার উল্লেখ করে দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, আমরা যোগাযোগের ওপর জোর দিচ্ছি।

বুধবার (১৫ ডিসেম্বর) ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে তার হোটেল স্যুটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে ভারতের রাষ্ট্রপতি এ কথা বলেন।

রামনাথ কোবিন্দ বলেন, ভারতের উন্নয়ন অংশীদার বাংলাদেশ। বাংলাদেশ- ভারতের মধ্যে অংশীদারত্ব ব্যাপক এবং প্রাণবন্ত।

সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আরও বলেন, তিনটি মেগা ইভেন্ট উদযাপনের অংশীদার হতে পেরে তিনি খুবই খুশি। তিনি বলেন, বাংলাদেশ যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করছে, এমন একটি সময়ে তিনি এই অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দিত।

মুজিবশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে আজ ঢাকা এসেছেন রামনাথ কোবিন্দ। ইতোমধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি। পাশাপাশি জাতীয় স্মৃতিসৌধেও মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *