October 6, 2024
জাতীয়

বড় হতে হলে স্বপ্ন দেখতে হবে : তথ্যমন্ত্রী

দক্ষিণাঞ্চল ডেস্ক

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জীবনে বড় হতে হলে স্বপ্ন দেখতে হবে। স্বপ্নহীন মানুষের মাঝে স্বপ্ন পূরণের তাগাদা থাকে না। তবে শুধু স্বপ্ন দেখে বসে থাকলে হবে না। সেই স্বপ্ন পূরণে প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে। গতকাল শুক্রবার বিকেলে রাঙ্গুনিয়ার সুখবিলাস উচ্চ বিদ্যালয় মাঠে ‘নুরুন্নাহার স্মৃতি বৃত্তি’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, শিশুরা সব কিছু স্কুলে শেখে না। পরিবার থেকেও অনেক কিছু তারা শেখে। মূল্যবোধ, দেশাত্মবোধ মানুষের প্রতি মমত্ববোধ এবং গুরুজনের প্রতি কর্তব্যবোধ- এসব কিছু শিশুকে পরিবার থেকেই শিক্ষা দিতে হবে।

তিনি বলেন, খুদে শিক্ষার্থীদের এমনভাবে শিক্ষা দিতে হবে, বড় হয়ে তারা যেন বাবা-মাকে অবহেলা না করে। তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে না দেয়। তবেই শিক্ষার্থীরা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠবে।

সুখবিলাস ফিশারিজ অ্যান্ড প্ল্যানটেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কবির তালুকদার।

প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী ও তথ্যমন্ত্রীর মা অ্যাডভোকেট কামরুন নাহার বেগম। উদ্বোধনী বক্তব্য দেন, সুখবিলাস ফিশারিজ অ্যান্ড প্ল্যানটেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ।

বিধু মুৎসুদ্দির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, সুখবিলাস উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. খালেদ মাহমুদ, উপাধ্যক্ষ দুলাল কান্তি দাশ প্রমুখ।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *