January 3, 2025
জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত ৩ জনের মৃত্যু

 

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় মাটির ব্যবসায় বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত হওয়ার পর চিৎিসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। সদর ও বিজয়নগর সার্কেলের সহকারী পুলিশ সুপার রেজাউল কবির জানান, শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন সময় তারা মারা গেছেন।

তারা হলেন বিজয়নগর উপজেলার মিরপুর গ্রামের হাজি আলা বক্সের ছেলে কালা মিয়া (৭০), একই এলাকার খোশ মিয়ার ছেলে মনসুর (২২) ও আল-আমিনের স্ত্রী নাসিমা (৩০)। শনিবার রাত সাড়ে ১১টার দিকে কালা মিয়া, রোববার রাত সোয়া ১০টার দিকে মনসুর (২২) ও সোমবার সকালে নাসিমার মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা কবির বলেন, গত ১২ মার্চ সংঘর্ষের পর তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। ঘটনার পর উভয় পক্ষ মামলা দিয়েছিল। এখন সেটা হত্যা মামলা হিসেবে গণ্য হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *