December 8, 2024
আন্তর্জাতিক

ব্রাজিলে বাঁধ ধসে নিহতের সংখ্যা বেড়ে ১১০

দক্ষিণাঞ্চল ডেস্ক
ব্রাজিলের দক্ষিণপূর্ব রাজ্য মিনাস জেরাইসে বাঁধ ধসে নিহতের সংখ্যা বেড়ে ১১০ জনে দাঁড়িয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। নিখোঁজ আরও ২৩৮ জনের খোঁজে উদ্ধারকর্মীরা এখনও তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত সপ্তাহে ব্র“মাজিনো শহরে ভালি এস কোম্পানির কোরেগো দো ফেইজাও আকরিক লোহার খনি সংশ্লিষ্ট বাঁধটি ভেঙে খনি বর্জ্যের বিশাল এক প্রবাহ খনির স্থাপনাগুলোতে আছড়ে পড়ে; কাদায় চাপা পড়ে নিকটবর্তী বসতির বিভিন্ন ভবন ও যানবাহন।
কী কারণে বাঁধটি ধসে পড়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সময় যত গড়াচ্ছে নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনাও তত ক্ষীণ হচ্ছে বলে ভাষ্য কর্মকর্তাদের। উদ্ধার মৃতদেহের মধ্যে ৭১টির পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
বাঁধ ধসের ঘটনার সময় খনি সংলগ্ন ক্যাফেটেরিয়ায় অসংখ্য শ্রমিক দুপুরের খাবার খাচ্ছিলেন। বাঁধ ভেঙে ওই ক্যাফেটেরিয়ার সম্পূর্ণ অংশই কাদায় চাপা পড়ে। তিন বছর আগে মিনাস জেরাইসে একই কোম্পানির আরেকটি বাঁধ ধসের ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছিল।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *