July 27, 2024
জাতীয়

বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে ২ হাজার পর্যটক আটকা

দক্ষিণাঞ্চল ডেস্ক
বৈরী আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ থাকায় কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে দুই হাজারের বেশি পর্যটক আটকা পড়েছেন। জেলার টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসান জানান, আবহাওয়ার বৈরী পরিস্থিতিতে বুধবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এ কারণে মঙ্গলবার সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে যারা রাতে সেখানে ছিলেন তারা আটকা পড়েছেন। দুই হাজারের বেশি পর্যটক আটকা পড়েছেন। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।
বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়ার কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, মৌসুমি বায়ুতে পশ্চিমা লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে।
বজ্রমেঘের ঘনঘটার কারণে সমুদ্র উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া এবং বজ্রপাতসহ গুঁড়িগুঁড়ি ও মাঝারি আকারের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ কারণে কক্সবাজারসহ দেশের সব সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
উপকূলীয় এলাকায় চলাচলকারী মাছ ধরার ট্রলারসহ সব ধরনের নৌযানকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, আবহাওয়ার এ পরিস্থিতি বৃহস্পতিবার পর্যন্ত থাকার আশঙ্কা রয়েছে।
প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সেন্টমার্টিনে অবস্থানকারী পর্যটকদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য আবাসিক হোটেল ও রেস্তোরাঁগুলোকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর আহমদ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *