April 25, 2024
আঞ্চলিক

বৈরী আবহাওয়ার মধ্যে জানাজায় মানুষের ঢল:খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত দু’চিকিৎসকসহ তিনজনের দাফন

 

দ: প্রতিবেদক

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই চিকিৎসক ডাঃ মোঃ শাহাদাত হোসেন ও ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন এবং ড্রাইভার মোঃ জাহাঙ্গীর এর জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ জোহর খুলনা মেডিকেল কলেজের কেন্দ্রীয় মসজিদে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃষ্টিপাতের মধ্যেই জানাজা নামাজ পড়তে আসনে হাজারো মানুষ। মুহুর্তের মধ্যে জানাজা স্থলে মানুষের ঢল নামে।

এরপর নগরীর করিমনগর এলাকায় আসরবাদ ডাঃ শাহাদাত হোসেন এর দ্বিতীয় জানাজা নামাজ শেষে তাকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। এদিকে একই সময় নগরীর ট্যাংক রোড জামে মসজিদে মোঃ মোয়াজ্জেম হোসেন এর দ্বিতীয় জানাজা নামাজ শেষে টুটপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়। ড্রাইভার মোঃ জাহাঙ্গীরেরও দাফন সম্পন্ন হয় বসুপাড়া কবরস্থানে।

জানাজা নামাজের পূর্বে খুলনা মেডিকেল কলেজের কেন্দ্রীয় মসজিদে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ, খুলনা বিএমএ সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. শাকিলুজ্জামান।

বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ এর সঞ্চালনায় আরও বক্তৃতা করেন স্বাচিপ খুলনার সভাপতি ডাঃ সামসুল আহসান মাসুম, খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আব্দুল আহাদ, বিএমএ সহ-সভাপতি ডাঃ গাজী মিজানুর রহমান, ডাঃ শাহাদাত এর ছেলে বিশ্ববিদ্যালয় শিক্ষক মোঃ সানি ও ডাঃ মোয়াজ্জেম হোসেন এর ছেলে ডাঃ রেজা।

এসময় বক্তারা বলেন, ‘এটা কোন দুর্ঘটনা নয়। একটা নিশ্চিত হত্যাকান্ড। বাসটির ঘাতক ড্রাইভার বেপরোয়া গতিতে ওভারটেক করার সময় চিকিৎসকদের গাড়ীকে চাপা দেয়। এসময় ড্রাইভার তার পেছনে থাকা মহিলা যাত্রীর সাথে গল্প করতে করতে বেপরোয়া গতিতে চালাচ্ছিলো। তাই এটাকে কোনভাবে দুর্ঘটনা বলা যাবে না।’

এদিকে দুই চিকিৎসক নিহতের ঘটনায় দুই দিনের শোক কর্মসূচির আজ বুধবার সকাল ১০টায় বিএমএ ভবন থেকে হত্যাকান্ডের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে শোক র‌্যালি বের হবে, যা শহীদ হাদিস পার্কে গিয়ে শোক সমাবেশে পরিণত হবে। খুলনা বিএমএর পক্ষ থেকে সকল চিকিৎসকসহ সর্বস্তরের মানুষকে শোক সভায় যোগ দেওয়ার আহŸান জানানো হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *