বুলবুলে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন রেড ক্রিসেন্ট সোসাইটি
খবর বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা ইউনিট এর উদ্যোগে কয়রা উপজেলার ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উত্তর বেদকাশী ও দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৫২৪টি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মধ্যে নগদ ২৩ লক্ষ ৫৮ হাজার টাকা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য ও খুলনা জেলা আওয়ামীলীগের সদ্য বিলুপ্ত কমিটির কোষাধক্ষ্য ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের সদ্য বিলুপ্ত কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহমেদ খান জবা।
খুলনা ফিল্ড ও খুলনা ইউনিটের ইউএলও মঈনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য ও খুলনা জেলা আওয়ামীলীগের সদ্য বিলুপ্ত কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ মোহাম্মদ শহীদুল্লাহ, কয়রা উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম মোহসিন রেজা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য ও খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য জয়ন্তী রাণী সরদার ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান কবি শামসুর রহমান, ইউপি সদস্য নীলিমা চক্রবর্তী প্রমুখ।