বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের সাথে কেসিসির মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীতে চলমান ইপিআই কার্যক্রম শতভাগ সফলতা অর্জনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের সাথে কেসিসি কর্তৃপক্ষের এক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
মতবিনিময়কালে সিটি মেয়র বলেন, মহানগরী এলাকায় মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে ইপিআই কার্যক্রম আরো গতিশীল করতে হবে। মা ও শিশুদের পাশাপাশি নগরীর দরিদ্র জনগোষ্ঠিকেও এ কার্যক্রমের আওতায় করা দরকার।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইপিআই বিষয়ক কর্মকর্তা ডা. মো: আরিফুর রহমান, ডা. সৈয়দ আহসান রিজভী, ডা. এনামুল হক, কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম আব্দুল্লাহ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, ডা. শরীফ শাম্মীউল ইসলাম প্রমুখ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।