September 16, 2024
জাতীয়

বিমানবন্দরে অস্ত্রসহ আ’লীগ নেতা আটক

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অস্ত্র নিয়ে প্রবেশের অভিযোগে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের এক নেতাকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে এভিয়েশন নিরাপত্তা সংস্থা এভসেক তাকে আটক করে।

গতকাল শুক্রবার রাতে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া বলেন, ‘আটক ব্যক্তির নাম এস এম মজিবুর রহমান। তবে এখনও তাকে থানায় সোপর্দ করা হয়নি। তিনি কেন অস্ত্র নিয়ে এখানে এসেছেন তা জানাতে পারেননি।’

বিমানবন্দর সূত্র জানায়, অস্ত্র ছাড়াও ৩৫ রাউন্ড গুলি ছিল ওই ব্যক্তির সঙ্গে। কিন্তু তিনি ঘোষণা ছাড়া কেন এগুলো নিয়ে এসেছেন তার সদুত্তর দিতে পারেননি সংশ্লিষ্টদের।

এর আগে ১১ মার্চ বিমানে ওঠার আগে ঘোষণা ছাড়াই অস্ত্র নিয়ে আসায় যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মাসুদ হোসেনকে আটক করা হয়েছিল।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *