বিভিন্ন স্থানে জাতীয় বীমা দিবস উদযাপন
দক্ষিণাঞ্চল ডেস্ক
“বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি” এই প্রতিপাদ্য সারাদেশে প্রথমবারের মতো জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল- আলোচনা সভা, র্যালী। প্রতিনিধিদের তথ্যে এ ডেস্ক রিপোর্টটি সাজানো হয়েছে।
দাকোপ : “বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার দাকোপে ১ম জাতীয় বীমা দিবস পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনে আয়োজনে এবং বিভিন্ন বীমা কোঃ লিঃ সহযোগীতায় গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালী চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসাবে বক্তৃতা করেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল। বত্তৃতা করেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোঃ লিঃ’র উপজেলা কর্মকর্তা এনামুল কবির, মোনায়েম হোসেন, সমর মন্ডল, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোঃ লিঃ’র জোনাল ইনর্চাজ লিটন পাল, সুদীপ্ত মন্ডল, প্রগতি লাইফ ইনস্যুরেন্স কোঃ লিঃ’র কর্মকর্তা শ্যামল কান্তি রায়,বিকাশ জোয়াদ্দার, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোঃ লিঃ’র কর্মকর্তা প্রভাষ মন্ডল, দেবদাস মন্ডল, বিএম শামীমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বীমা কর্মীবৃন্দ।
মুকসুদপুর (গোপালগঞ্জ) : “বীমা বিদবসে শপথ করি উন্নত দেশ গড়ি” এই ¯েøাগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় দিবস ২০২০ পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা ফারুক খান মিলনায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, জীবন বীমা কর্পোরেশনের মুকসুদপুর শাখা ব্যবস্থাপক ওমর আলী মুন্সী প্রমুখ। অনুষ্ঠানে অংশ নেয় জীবন বীমা কর্পোরেশন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী বীমাসহ বিভিন্ন বীমা কোম্পানী।
ফুলতলা : “বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি” এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় বীমা দিবস-২০২০ উপলক্ষে ফুলতলা উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার বেলা ১১টায় র্যালী ও পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা ইউএনও পারভীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) রুলী বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। বীমা কোম্পানী প্রতিনিধিদের মধ্যে বক্তৃতা করেন সন্ধানী লাইফের জয়নুল আবেদিন জুলু, পপুলার লাইফের বিষ্ণুপদ দাস, জীবন বীমার শিবপদ মল্লিক, ফারিস্টের মোস্তাফিজুর রহমান, শাহ আলম মল্লিক, মোঃ শাহীন হাসান, মোঃ আল আমিন সরদার প্রমুখ।
তেরখাদা : সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদায় তেরখাদায়ও জাতীয় বীমা দিবস উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও পপুলার লাইফ ইনস্যুরেন্স এর সহযোগিতায় গতকাল সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি উপজেলার সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযেদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃত্তিতে পুষ্পমাল্য অর্পন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে উপজেলা কৃষি অফিসারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় মোঃ শারাফাত হোসেন মুক্তি ও নাজমা খান। মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, পুপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর খুলনা বিভাগীয় ইনচার্জ এইচ এম পারভেজ, তেরখাদা উপজেলা সার্ভিস সেল ইনচার্জ মোল্যা সেলিম আহমেদ, ডাঃ ইনজিল আজিজ, মোঃ কামরুজ্জামান, মার্কেন্টাইল ইন্সুরেন্স এর তেরখাদা ইনচার্জ কমলেশ অধিকারী, মাওলানা মাহাবুর রহমান, মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন, কায়নাত হোসেনসহ পপুলার লাইফ ইন্সুরেন্স এর ৫ শতাধিক কর্মী, কর্তকর্তা, গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মাধ্যমিক ফিল্ড সুপার ভাইজার সাহেলা সুলতানা।
বটিয়াঘাটা : বীমা দিবসে শপথ করি , উন্নত দেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ১ম জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামএর সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান আশরাফুল আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল, প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, মহিলা বিষায়ক কর্মকর্তা হাসি রানী রায়, সমবায় কর্মকর্তা জান্নাতুন্নেছা, সাংবাদিক পরিতোষ রায়, সাংবাদিক শাহিন বিশ্বাস, সাংবাদিক বিপ্রদাস রায়, সাংবাদিক আহসান কবির সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাটে বীমা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালী বের হয়। যেটা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা ফকিরহাট উপজেলা মিলনায়তনে বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহিদ সুজা এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভীন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃপুস্পেন কুমার শিকদার, সমাজ সেবা কর্মকর্তা মোঃ সবুর আলী। জাতীয় বীমা দিবস উপলক্ষে বীমার উপকারীতা সুযোগ সুবিধা এবং তথ্য প্রদান সহায়তার জন্য কয়েকটি বীমা কোম্পানির স্টল করা হয়। এতে অংশগ্রহন করেন জীবন বীমা কর্পোরেশন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিঃ,ডেলটা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিঃ, রুপালী লাইফ ইন্সুইরেন্স লিঃ।
সভায় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেলটা লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর ফকিরহাট ব্রাঞ্চ ম্যানেজার হরেনমষু নাথ বর্মন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্স এর ফকিরহাট ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মোঃ আঃ হাকিম, জীবন বীমা কর্পোরেশনের জেলা ডেপুটি ম্যানেজার সেলস ইনচার্জ পঙ্কজ কুমার দাশ সহ ফকিরহাটের বিভিন্ন কোম্পানির বীমা কর্মীবৃন্দ।
বাগেরহাট : “বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে ১ম জাতীয় বীমা দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। পরে স্বাধীনতা উদ্যানে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। এসময় বাগেরহাটে কর্মরত বিভিন্ন বীমা কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মুজিববর্ষ উপলক্ষে এই প্রথম বাংলাদেশে বীমা দিবস উদপান করা হল।