October 4, 2024
আঞ্চলিক

বিভিন্ন স্থানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

দক্ষিণাঞ্চল ডেস্ক

‘দুর্যোগ ঝুকি হ্্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’ এই ¯েøাগানকে সামনে রেখে বিভিন্ন স্থানে র‌্যালি, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

পাইকগাছা : পাইকগাছায় র‌্যালি, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে “দুর্যোগ ঝুঁকিহ্রাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস। উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, প্রকৌশলী আবু সাঈদ, শিক্ষা অফিসার খান মোহাঃ আলমগীর করিব, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, একাডেমীক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, মোঃ আব্দুল গফফার মোড়ল ও উপ-সহকারী প্রকৌশলী সাইফুর রহমান।

গোপালগঞ্জ : “দুর্যোগ ঝুকি হ্্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি” এই ¯েøাগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে বণ্যাঢ্য র‌্যালী, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পাইলট বালক উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে মুকসুদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ষ্টেশন দুর্যোগের মহড়া প্রদর্শন করে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফায়জুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিকদার মিজানুর রহমান, মুকসুদপুর ফায়ার সার্ভিস ষ্টেশন মাষ্টার রাজীব হোসেন প্রমুখ।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *