October 7, 2024
আঞ্চলিক

বিভিন্ন স্থানে আন্তর্জাতিক নারী দিবস পালন

দ. প্রতিবেদক

বিভিন্ন স্থনে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল- আলোচনা সভা, র‌্যালী, জয়িতাদের সম্মাননা প্রদান। জেলার ন্যায় দেশের বিভিন্ন উপজেলাও পৃথক কর্মসূচি পালিত হয়। প্রতিনিধিদের তথ্যে সাজানো হয়েছে এ ডেস্ক রিপোর্টটি।

তালা (সাতক্ষীরা) : “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  ৮ মার্চ (রবিবার) সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, সফল নারী সম্মাননা, যেমন খুশি তেমন সাজো, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়। সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপ-শহরে র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা টুম্পা ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম প্রমুখ। এ সময় বীণা পানি ঘোষ, লতিকা ঘোষ ও মাহমুদা বেগমকে সফল নারী হিসেবে সম্মাননা প্রদান করা হয়। পরে দিনটি উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়া  জাতীয় মহিলা সংস্থা ও ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন  কর্মসুচির সহযোগিতায় তালা পল্লী সমাজও আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করে।

বটিয়াঘাটা : বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কোডেক ও সুশীলনের সহযোগিতায় গতকাল রবিবার বেলা ১১টায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়ের সভাপতিত্বে স্থানীয় জ্যোতিষ্ক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, সিঃ মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, পরিসংখ্যান কর্মকর্তা গৌতম বিশ্বাস, সমবায় কর্মকর্তা জান্নাতুন্নেছা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশিকুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক মোঃ শাওন হাওলাদার, সুশীলনের নিউটেশন কো-অর্ডিনেটর নাহিদা সুলতানা, কোডেকের টেকনিক্যাল অফিসার জেরিন তাসনিন প্রমূখ। সভার পূর্বে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।

ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উপলক্ষে রবিবার সকাল ১০টায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন। প্রধান শিক্ষক বিথি রানী সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ইউপি সদস্য রাফেজা বেগম, জয়ীতা চম্পা বেগম, শিক্ষিকা দিপা রানী বিশ্বাস প্রমূখ।

এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ পুষ্পেন কুমার শিকদার, সিনিয়র মৎস্য মৎস্য অফিসার অভিজিৎ শীল, কৃষি অফিসার মোঃ নাছরুল মিল্লাত, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার আশিষ কুমার নন্দী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন সরদার, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফাহমিদা পারভীন বানু, মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক অপূর্ব কান্তি ঘোষ, প্রশিক্ষক লুৎফুন্নাহার, অফিস সহকারী খাদিজা খাতুন, অফিস সহায়ক জিহাদ, কাইয়ুম, সাথী, আইজিএ প্রশিক্ষক শান্তা দাশ, ফারজানা ইয়াসমিন সহ বিভিন্ন কর্মকর্তা,শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ফকিরহাটে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এসপিএল প্রকল্পের পিএফজি কমিটির উদ্যোগে রবিবার সকাল ১০টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি বের করা হয়। র‌্যালি শিরিনহক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে শুরু করে ফকিরহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলা মোড়ে এসে শেষ হয়। পিএফজি কো-অর্ডিনেটর খান মাহমুদ আরিফুল হকের পরিচালনায় এসময় প্রকল্পের পিস এ্যাম্বাসেডর আব্দুল সালাম, মল্লিকা রানী দাশ, ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, গোলাম মোস্তফা, মল্লিক আঃ সাত্তার, বিমল কুমার ঘোষ, কলিমা আক্তার, রূপা সরকার, শেখ ফারুক হোসেন, মান্না দে, এম জাকির হোসেন, সহ বিভিন্ন স্তরের নারী নেত্রী, জয়ীতা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ডুমুরিয়া : ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোছাদ্দেক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, সমবায় কর্মকর্তা এফ,এম সেলিম আখতার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম কামরুজ্জামান, এ্যাড, মামুনুর রহমান, ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়ল, কার্যনির্বাহী সদস্য মো: রোমেল হোসেন সদস্য গাজী মাসুম। বক্তব্য দেন বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থা দি হাঙ্গার প্রোজেক্ট কর্মকর্তা নাছিমা ইসলাম,সুশীলন এর কর্মকর্তা পলি খাতুন, হাসনা হেনা মহিলা সমিতির প্রতিনিধি পার্বতী ফৌজদার প্রমুখ।

স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থা : ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’- এ ¯েøাগানকে প্রতিপাদ্য করে সারাদেশের ন্যায় খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থা’র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে দিবসটি উপলক্ষে স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার আয়োজনে একটি র‌্যালি সংগঠনের কার্যালয় চত্বর থেকে বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন নবযাত্রা প্রকল্পের জেন্ডার টেকনিক্যাল অফিসার আবু সাদিক শাহীন, জেন্ডার অর্গানাইজার মোঃ আহসান উদ্দিন, স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সাধারণ সম্পাদক সাইফুর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক মামুন কবির, সদস্য তানিয়া খাতুন, শারমিন সুলতানা, ময়না আক্তার, মোনতাহিনা আক্তার, উপস্থিত ছিলেন সদস্য জিনারুল ইসলাম, জিএম মামুন কবির, আসাদুল ইসলাম, সুমি আক্তার, শেফালি খাতুন, ফরিদা খাতুন, সালেহা বেগম, সাজেদা খাতুন, তানিয়া পারভীন, হাসিনা খাতুন, জোৎ¯œা আক্তার, লিপিকা মন্ডল, শাহিনুর ইসলাম টুকু, সাঈদ গাজী, আঃ বারিক, শামীম হোসেন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের এই দিন থেকে বন্ধ হোক সকল প্রকার সহিংসতা ও নারী এবং কন্যা শিশু নির্যাতন।

সাতক্ষীরা : “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উপলক্ষ্যে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভায় মিলিত হয়।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বদিউজ্জামানের সভাপতিত্বে আলোচনা  সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রানালয়ের সাতক্ষীরার উপ-পরিচালক হুসাইন শওকত, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, উপজেলা নির্বাহি অফিসার দেবাশীষ চৌধুরী, মেয়র তাজকিন আহমেদ চিশতি। স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব দত্ত ও উন্নয়ন কর্মী ফরিদা আক্তার বিউটির সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান কাউন্সিলর জ্যোৎ¯œা আরা, নারী নেত্রী বেগম মরিয়ম মান্নান, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারন সম্পাদক জ্যোৎ¯œা দত্ত প্রমুখ।

সমাবেশে সাতক্ষীরার বিভিন্ন উন্নয়ন সংগঠনের ব্যানার প্লাকার্ডসহ প্রায় তিন শতাধিক নারী পুরুষ অংশগ্রহন করে।

বক্তারা বলেন, নারী মুক্তির আন্দোলন একটি রাজনৈতিক আন্দোলন। নারী দিবসে আজ সারা দেশে নারী জাগরন সৃষ্টি হয়েছে, আর তা সম্ভব হয়েছে প্রধান মন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে। বাংলাদেশে প্রগতিমনা নারীদের হাত ধরেই অসংখ্য আন্দোলন গড়ে ওঠেছে। তবে, সমাজতান্ত্রিক-বৈষম্যহীন-শোষণমুক্ত সমাজ বিনির্মাণ ছাড়া নারীর পূর্ণ মুক্তি সম্ভব নয়।

শ্যামনগর (সাতক্ষীরা) : “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার”- এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে শ্যামনগর উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এবং নবযাত্রা প্রকল্প ইউএসএআইডি’র খাদ্যা নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম, ফ্রেন্ডশিপ ও নবলোক -এর সহযোগিতায় শ্যামনগরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস- ২০২০। গতকাল নারী দিবস পালন উপলক্ষ্যে সকাল ১০টায় উপজেলা চত্ত¡র থেকে শুরু করে এক বর্ণাঢ্য র‌্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভায় অংশ নেয়।

আলোচনা সভায় উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) আব্দুল হাই সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাঈদ-উদ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ, উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আক্তারুজ্জামান মিলন, উপজেলা উপ-সহকারি প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস, ফ্রেন্ডশিপের আঞ্চলিক প্রকল্প সমন্বয়কারী মোঃ ইউনুস আলী, নবযাত্রা প্রকল্পের জেন্ডার অফিসার মমতা ব্যানার্জি, উপজেলা মহিলা অধিদপ্তরের শাহানা আক্তার, জাতীয় মহিলা সংস্থার ট্রেড প্রশিক্ষক মোছাঃ শামছুন নাহার পারভীন, প্রশিক্ষনার্থী জান্নাতুল ফেরদৌস প্রমুখ। সমগ্র অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ও সঞ্চালনায় ছিলেন জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক মোঃ আনিসুর রহমান মল্লিক।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *