বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ ইসলামী আন্দোলনের
খবর বিজ্ঞপ্তি
দেশের বাজারমূল্যের ঊর্ধ্বগতি, করোনাভাইরাসের কারণে খাদ্য বহির্ভুত পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ জনগণ যখন দিশেহারা ঠিক সেই সময়ে ভর্তুকির ওজুহাতে সরকার অন্যায় ও অযৌক্তিকভাবে বিদ্যুৎ এবং পানির মূল্য বৃদ্ধি করায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে এই মূল্যবৃদ্ধি প্রত্যাহারের ঘোষণা দিতে হবে অন্যথায় জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
বিবৃতিদাতারা হলেন মহানগর ইসলামী আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব মাওঃ দ্বীন ইসলাম, জিএম সজীব মোল্লা, মোল্লা রবিউল ইসলাম তুষার, মোঃ তরিকুল ইসলাম কাবির, আব্দুর রশিদ, মোঃ শরিফুল ইসলাম, মুফতী আমিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব মোমিনুল ইসলাম, মুফতী ইসহাক ফরীদি, মাওঃ হাফিজুর রহমান, এ্যাড. কামাল, এজাজ মানসুর, আলহাজ্ব আমজাদ হোসেন, ডাঃ মাওঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব আবু তাহের, মুফতী মাহবুবুর রহমান, মাওঃ সিরাজুল ইসলাম, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, আলহাজ্ব জাহিদুল ইসলাম প্রমুখ।