December 8, 2024
আঞ্চলিক

বিদ্যালয় হলো ভালো মানুষ তৈরীর অন্যতম কারখানা

বটিয়াঘাটায় পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে শেখ হারুন

খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক বিরোধী দলীয় হুইপ শেখ হারুনুর রশীদ বলেছেন, বিদ্যালয় হলো মানুষ তৈরীর অন্যতম কারখানা। সুতারং এই কারখানা আদর্শিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সমাজের সকলকে দায়িত্ব পালন করতে হবে। কারন আমাদের সন্তানদের ভবিষ্যৎ এই প্রতিষ্ঠানের উপর নির্ভর করে। মনে রাখতে হবে শিক্ষাা প্রতিষ্ঠান ভালো হলে শিক্ষার্থীরা সু-শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে ওঠে। আর শিক্ষার্থীরা ভালো হলে একটি সুন্দর সমাজ তথা রাষ্ট্র উপহার দেওয়া সম্ভব হবে।
তিনি গতকাল রবিবার বটিয়াঘাটা উপজেলার ডেউয়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের ৫৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম ওসিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক এ্যাড: নিমাই চন্দ্র রায়, আইন বিষয়ক সম্পাদক এ্যাড: নবকুমার চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার ও শোভা রানী হালদার, মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল, ইউপি চেয়ারম্যান শেখ মোঃ হাদি-উজ-জামান হাদী, প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ মোতালেব আলী শেখ ও প্রাক্তন প্রধান শিক্ষক কিরণ শংকর রায়, জেলা পরিষদ চেয়ারম্যান পুত্র শেখ সাদিকুর রশীদ অভি, বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা জেলা শাখার সভাপতি এসএম ফরিদ রানা, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান সোহাগ, সাবেক প্যানেল চেয়ারম্যান বিবেক বিশ্বাস ও সাবেক ছাত্রনেতা মিঠুন রায়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য রনজিৎ কুমার মন্ডল, আলহাজ¦ আব্দুর রশীদ, লিয়াকত হোসেন মিয়া, শেখ মোঃ আবু সাঈদ, রত্না মন্ডল, শেখ আব্দুল জলিল, আ’লীগনেতা কুদ্দুস ফকির, শেখ মনি, বিএম আব্দুল হাই, নিত্যানন্দ মন্ডল, শিক্ষক রনজিৎ কুমার রায়, হারমোহন রায়, রেহেনা আক্তার, এসএম রবিউল ইসলাম, ঝর্ণ রায়, তুষার মন্ডল, জেলা ছাত্রলীগনেতা অনুপম মলি­ক, দ্বীপ পান্ডে বিশ্বাস, কামরুল ইসলাম, অশোক মন্ডল, নিলয় ইসলাম সুমন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনি: শিক্ষক আওছাফুর রহমান খান।
জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ প্রধান অতিথি হিসেবে ওইদিন বয়ারভাঙ্গা বিশ^ম্ভর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী ও ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, ইউপি চেয়ারম্যান শেখ মোঃ হাদি-উজ-জামান হাদী। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান শিবপদ মন্ডল, দেবপ্রসাদ বিশ্বাস, শেখ আকরাম হোসেন, প্রধান শিক্ষক কাঞ্চিলাল মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পলাশ রায়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *