April 24, 2025
আঞ্চলিক

বিডি বিসমিল­াহ কম্পিউটার এন্ড আইটির শিক্ষার্থীদের সনদ বিতরণ

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশকে বিশ্বের বুকে আরো একধাপ এগিয়ে নিতে প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে গতকাল খুলনা বিডি বিসমিল্লাহ কম্পিউটার এন্ড আইটির শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী সরকারী সনদ বিতরণ করাহয়। শিক্ষা প্রতিষ্ঠানটির এ্যাকাডেমী ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডি বিসমিল্লাহ কম্পিউটার এন্ড আইটি সেন্টারের নির্বাহী পরিচালক আবু সাইদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ অনিমেষ পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট খুলনার ভাইস চেয়ারম্যান হালিমা ইসলাম, জিটিভির খুলনা ডিভিশনাল প্রধান শেখ লিয়াকত হোসেন, খুলনা আইন সহায়তা কেন্দ্রের সভাপতি এম এ কাশেম, খুলনা ব্রাক মাইক্রো ফাইনান্স ব্যবস্থাপক সাইফুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ ইবাদ মোড়ল, অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোসেস কোচিং এর ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলামসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও শিক্ষার্থীরা  এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে সম্মানা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভা শেষে ৫০ জন শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *