বিজয়ের মাস ডিসেম্বর
দ: প্রতিবেদক
বিজয়ের মাস ডিসেম্বরের চতুর্থ দিন আজ। হাজার বছর ধরে স্বাধীনতাহীন এ জাতি স্বাধীন ও সার্বভৌম দেশ অর্জন করেছে এ মাসে। আর এ অর্জনে দিতে হয়েছে এক সাগর রক্ত আর লাখো মা-বোনের সম্ভ্রম। যতদিন এ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অস্তিত্ব থাকবে ততদিন ডিসেম্বর বিজয়ের মাস হিসেবে উদযাপিত হবে। মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, ঘাতক দালাল রাজাকার, আলবদর, যুদ্ধাপরাধী ও তাদের দোসররা যুগ যুগ ধরে ভীষণ ভয়ে থাকবে, নিজেদের বাঙালীর তীব্র ঘৃণা ও ধিক্কার থেকে নিজেদের আড়াল করার চেষ্টা করবে এ মাসে।
৪ ডিসেম্বর, ১৯৭১। ডিসেম্বরের মুক্তিযুদ্ধ ভিন্ন এক মাত্রা পেতে শুরু করে। বর্ষা, শরত আর হেমন্ত পেরিয়ে শুরু হয় শীতের মৌসুম। গ্রামবাংলাজুড়ে শীত নামে। কিন্তু শীত নেই মুক্তিপাগল বাঙালীর। হানাদারবাহিনীকে পরাজিত করতে দেহের রক্ত যেন টগবগিয়ে ফুটছে। একাত্তরের রক্তঝড়া এই দিনে চারিদিকে বীর বাঙালীর বিজয়, আর পাক হানাদার বাহিনীর পরাজয়ের খবর। দেশের বিভিন্নস্থানে পযুদস্ত হতে থাকে উর্দুভাষী হানাদাররা। ডিসেম্বর মাসের প্রতিটি দিনই শত্র“র পরাজয়ের ক্ষণ গণনা চলছিল। এক একটি দিনে রচিত হচ্ছিল বাঙালীর বীরত্বগাঁথার নতুন নতুন ইতিহাস। স্বাধীনতার ৪০ বছর পরও মহান মুক্তিযুদ্ধের সে সব বীরত্বগাথা ইতিহাস আমাদের নতুন করে বাঁচার আশা জাগায়।