December 9, 2024
আঞ্চলিক

বিএনসিসি সুন্দরবন রেজিমেন্টের শীতবন্ত্র বিতরণ

খানজাহান আলী থানা প্রতিনিধি
শিরোমণি বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট সদর দপ্তরের উদ্যোগে গতকাল সোমবার খুলনার খানজাহান আলী থানাধীন শিরোমণি, আফিলগেট, মীরেরডাঙ্গা, ফুলবাড়ীগেটসহ বিভিন্ন এলাকায় হতদরিদ্র, অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবন্ত্র বিতরণ করেন।
এ সময় সদর দপ্তর সুন্দরবন রেজিমেন্টের মেজর মোঃ শরীফুজ্জামান, বিএনসিসি ২ এর লেঃ মিজানুর রহমান, সামরিক প্রশিক্ষক সার্জেন্ট আসলাম, সার্জেন্ট জয়দেব, কর্পোরাল শফিকুল আলম, বিএনসিসি ২১ ব্যাটালিয়ানের খানজাহান আলী কলেজের ক্যাডেট কর্পোরাল সাদিয়া আফরিন, ক্যাডেট ল্যাঃ কর্পোরাল সুমি, ক্যাডেট ল্যাঃ কর্পোরাল জান্নাত, ক্যাডেট কর্পোরাল মেহেদী হাসান, ক্যাডেট কর্পোরাল আশরাফ, ক্যাডেট ইয়াসমিনসহ বিএনসিসি সুন্দরবন রেজিমেন্টের উর্ধতন কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *