বাণিজ্যযুদ্ধের উদ্বেগের মধ্যে উষ্ণ হচ্ছে চীন-জাপান সম্পর্ক
যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি নিয়ে উদ্বেগের মধ্যে জাপানের সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়ছে চীন। জাপানের প্রধানমন্ত্রীর শিনজো আবের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
চীন ও জাপানের মধ্যে সম্পর্কের ইতিহাস উত্তেজনাপূর্ণ হলেও যুক্তরাষ্ট্রের বর্তমান বাণিজ্য নীতি এবং উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ দুই দেশকে একে অপরের কাছে এনেছে।
বিবিসি জানায়, জাপানে এবারের জি-২০ সম্মেলনের ফাঁকে সাক্ষাৎ করেছেন চীন ও জাপানের দুই নেতা।
জাপানের প্রধানমন্ত্রী আবে সাংবাদিকদের বলেছেন, “প্রেসিডেন্ট শি’র সঙ্গে হাতে হাত মিলিয়ে আমি জাপান-চীন সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করতে চাই।”
দুই নেতাই একটি অবাধ ও ষুষ্ঠু বাণিজ্য চালু করতে একযোগ কাজ করে যাওয়ায় রাজি হয়েছেন বলে জানিয়েছে এক জাপানি কর্মকর্তা।
২০১৩ সালের চীনের প্রেসিডেন্ট হওয়ার পর শি এবারই প্রথম জাপানে সরকারি সফর করছেন। বৃহস্পতিবার আলোচনার শুরুতে আবে আগামী বছর আবার শি কে জাপান সফরের আমন্ত্রণ জানান।
তিনি বলেন, “আগামী বসন্তে চেরি ফোটার সময়টিতে আমি প্রেসিডেন্ট শি কে জাপানে রাষ্ট্রীয় অতিথি হিসাবে স্বাগত জানাতে চাই। (আমি) সম্পর্ককে আরেক ধাপ এগিয়ে নেওয়ার আশা করছি।”
বৃহস্পতিবারের বৈঠকে জাপান ও চীনের দুই নেতা ব্যবসা নিয়েই বেশি আলোচনা করেছেন। গত বছর দু’পক্ষ নতুন কিছু করার ক্ষেত্রে সহযোগিতা এবং বার্ষিক আলোচনা চালিয়ে যেতে একটি চুক্তি সই করে।
আর এবার তারা বিশ্বে জটিল অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে একটি ‘অবাধ এবং সুষ্ঠু বাণিজ্য ব্যবস্থা’ গড়ে তোলার সংকল্প নিয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।