January 15, 2025
আঞ্চলিক

বাজারে এসেছে অপসোনিন ফার্মার ফিনিক্স ক্যাপসুল

 

 

ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অপসনিন ফার্মা লিমিটেডের বহুল প্রচলিত ব্যান্ড ফিনিক্স ফ্যামিলির  নতুন সদস্য ফিনিক্সি ২০ মি. লি. বাজারে এসেছে। গতকাল রোববার বিকেলে ক্যাপসুলটি বাজারজাতকরণ উপলক্ষ্যে খুলনার হোটেল ক্যাসল সালামে এক বর্ণাঢ্য আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি থেকে কেক কেটে ও বেলুন উড়িয়ে ক্যাপসুলটির উদ্বোধন করেন অপসোনিন ফার্মার সিনিয়র ম্যানেজার (সেলস) দেবজিৎ চন্দ্র ভৌমিক। অনুষ্ঠানে খুলনা রিজিওনের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, অপসোনিন ফার্মা দেশের অন্যতম একটি ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান। কোম্পানিটি ধাপে ধাপে উঠে এসেছে। অপসোনিন ফার্মা এবার বাজারে নিয়ে এসেছে বহুল প্রচলিত ফিনিক্স ফ্যামিলির  নতুন সদস্য ফিনিক্সি ২০ মি. লি.। যা আগে ছিলো ট্যাবলেট। এখন হয়েছে ক্যাপসুল। এটি অনেক বেশি কর্যকর।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *