November 12, 2024
আঞ্চলিক

বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে নীহার-বাকী পরিষদের বিজয়

 

 

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে নীহার-বাকী পরিষদের নিরঙ্কুশ বিজয় হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নীহার রঞ্জন সাহা (বিটিভি), সহ-সভাপতি পদে ইসরাত জাহান (ডিবিসি নিউজ), সাধারণ সম্পাদক আলহাজ¦ তালুকদার আব্দুল বাকী (ভোরের কাগজ), সহ-সাধারণ সম্পাদক পদে শেখ আজমল হোসেন (রাজপথের দাবী), অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক (বাংলাভিশন), দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক পদে এস এম শামসুর রহমান ( আরটিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম রাজ (ভোরের আকাশ) এবং নির্বাহী সদস্যের ৬টি পদে আহসানুল করিম (বাংলাদেশ প্রতিদিন), মো. দেলোয়ার হোসেন (সমকাল, পূর্বাঞ্চল), তরফদার রবিউল ইসলাম (এনটিভি, নয়াদিগন্ত), ফকির হাসান আলী(আমাদের অর্থনীতি), এস এস সোহান (আজকের পত্রিকা, সময়ের খবর), আল আমিন খান সুমন (আজকালের খবর) নির্বাচিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধা ৫টা পর্যন্ত বাগেরহাট প্রেসক্লাব ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৪টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেছে।

এর আগে তথ্য প্রযুক্তি সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক (স্পন্দন) বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। যমুনা টিভির বাগেরহাট প্রতিনিধি ইয়ামীন আলী প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *