September 17, 2024
আঞ্চলিক

বাগেরহাট আনসার ও ভিডিপি সদর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত 

খবর বিজ্ঞপ্তি  

বাগেরহাট আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ের চত্ত¡রে আনসার ও ভিডিপি বাহিনীর সদর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক আনসার ও ভিডিপি,খুলনা রেঞ্জ, মোল্লা আমজাদ হোসেন পিএএম। বিশেষ অতিথি ছিলেন জেলা কমান্ড্যান্ট, বাগেরহাট মোল্যা আবু সাইদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল্লুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মহব্বত আলী মোড়ল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন, ম্যানেজার আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক বাগেরহাট মোঃ মোয়াজ্জেম হোসেন। প্রতিবেদন পাঠ করেন ইউনিয়ন দলনেত মোঃ ইউনুছ আলী দলনেত্রী সেলিনা বেগম।  

 প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, আনসার ও ভিডিপি বাহিনী ১৯৪৮ সাল থেকে এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে আসছে। বাহিনীর সদস্যগণ প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে যাচ্ছেন। এ বাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখছেন যা প্রশংসার দাবিদার। তিনি সম্প্রতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে শান্তি শৃংখলা রক্ষায় সুন্দরভাবে দায়িত্বপালনের জন্য বাহিনীর সদস্যদের ধন্যবাদ ঞ্জাপন করেন। বাহিনীর কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন ও ভবিষ্যতে আরো সাফল্যের সঙ্গে দায়িত্বপালনের জন্য সকলের প্রতি আহবান জানান। প্রধান অতিথি অনুষ্ঠানশেষে প্রশংসনীয় কাজের জন্য সদস্য-সদস্যাদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।  

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *