বাগেরহাটে মাদক বিরোধী অভিযানে আটক ৪০
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে আইন শৃংখলা বাহিনীর বিশেষ অভিযানে মাদক সেবীসহ ৪০জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার ৯টি উপজেলায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মোট ৩টি মামলা দায়ের করা হয়েছে।
বাগেরহাট পুলিশ সুপার বলেন, চলমানমাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০জনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা করা হয়েছে।