October 30, 2024
জাতীয়

বাগেরহাটে পুলিশের উপর হামলা, আটক ২

দক্ষিণাঞ্চল ডেস্ক

বাগেরহাটে দায়িত্বপালনের সময় মোরেলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ঠাকুর দাশ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রাসেলের উপর হামলা করেছে স্থানীয়রা। গতদকাল শুক্রবার দুপুরে মোরেলগঞ্জ সোলমবাড়িয়া বাস স্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে। আহত ওই দুই কর্মকর্তাকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই হামলাকারী সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- পূর্বসরালিয়া গ্রামের মতি আকনের ছেলে হাসান আকন (২৪) ও লতিফ আকনের ছেলে মাহতাব আকন (৪৭)। মাহতাব মোরেলগঞ্জের বিভিন্ন এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালায়।

আহত পুলিশ কর্মকর্তা ঠাকুর দাশ মন্ডল বলেন, একটি দ্রæততগামী মোটরসাইকেল থামিয়ে আরোহীদের জিজ্ঞাসাবাদ করছিলাম। সময় পেছন থেকে এসে অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে ওই দু’জন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *