বাংলাদেশে আসছেন ম্যারাডোনা
ক্রীড়া ডেস্ক
কদিন ধরেই গুঞ্জন চলছিল মুজিববর্ষে দিয়েগো ম্যারাডোনা আসছেন। অবশেষ গুঞ্জন সত্যি হলো। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর্জেন্টিনার এই ফুটবল কিংবদন্তির আসার খবর নিশ্চিত করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ২০২০ সালকে ঘোষণা করা হয়েছে মুজিববর্ষ। এ উপলক্ষ্যে বাফুফেও নিচ্ছে নানা উদ্যেগ। তারই অংশ হিসেবে ম্যারাডোনাকে আনার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
ম্যারাডোনার আসার বিষয়টি নিশ্চিত। তিনি আগামী বছর মার্চ-এপ্রিল বা যেকোনো মাসে আসবেন। কোন সময় আসবে এটা এখনও আমরা নিশ্চিত নই। তার এজেন্টের সঙ্গে কথা চলছে। তবে তার আসাটা নিশ্চিত। প্রায় একক প্রচেষ্টায় ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন ম্যারাডোনা। জাতীয় দলের কোচও ছিলেন তিনি। বর্তমানে তিনি স্বদেশি ক্লাব হিমনাসিয়ার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।