February 9, 2025
জাতীয়

বাংলাদেশের সামনে আরও বিপদ : মির্জা ফখরুল

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

রোহিঙ্গার সমস্যার মতো আরও ‘বড় বিপদ’ বাংলাদেশের সামনে রয়েছে বলে শঙ্কা প্রকাশ করে জনগণকে সর্তক থাকার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার এক আলোচনা সভায় বক্তব্যে তিনি বলেন, শুধু রোহিঙ্গা সমস্যা নয়, আরও বিপদ আসছে। চোখ বন্ধ করে থাকলে চলবে না। চতুর্দিকে বিপদ আসছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ায় সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য কোনো ব্যবস্থা নিতে পারেনি সরকার। কারণ তাদের যে প্রধান মিত্র ভারত ও চীন, তারা মিয়ানমারের পক্ষে।

ভারতের আসামের নাগরিকপঞ্জির প্রসঙ্গ তিনি বলেন, আমরা জানি না, এটার মধ্যে কী আছে না আছে। আমরা এটুকু বুঝি যে, একটা বিপদ জানান দিচ্ছে। অবশ্যই বাংলাদেশের মানুষকে সজাগ হতে হবে। বাংলাদেশের মানুষকেই তার স্বাধীনতা রক্ষা করতে হবে, তার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, বাংলাদেশের মানুষকেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এবং তা রক্ষা করতে হবে।

বিএনপির নেতা-কর্মীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে মহাসচিব বলেন, নেলসন ম্যান্ডেলা ২৭ বছর জেল খেটে তার পরে দক্ষিণ আফ্রিকা স্বাধীন করেছেন। এই মিয়ানমারের সু চি (অং সান সু চি) ১০ বছর গৃহবন্দি অবস্থায় ছিলেন, তারপর তার দল আবার ক্ষমতায় গেছে।

বাংলাদেশেও ইতিহাস রয়েছে। ৯ বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, তারপর বিজয় এসেছে। সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমি বিশ্বাস করি, আমাদের তরুণরা, যুবকরা সংগ্রাম ও লড়াইয়ের মধ্য দিয়ে দেশনেত্রীকে মুক্ত করবে, গণতন্ত্রকে মুক্ত করবে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে।

মইনুল হোসেনকে কারাগারে পাঠানোর সমালোচনার সঙ্গে খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপি নেতা-কর্মী-সমর্থকসহ সবার বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান ফখরুল। নির্বাচনন কমিশন পুনর্গঠন করে নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিও জানান তিনি।

২০০১ সালে ভারতে ‘গ্যাস রপ্তানির চুক্তি করে’ বিএনপি ক্ষমতায় গিয়েছিল বলে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে ফখরুল বলেন, গতকাল কিন্তু সেই গ্যাস রপ্তানির চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজকে বাংলাদেশ একটা আন্তর্জাতিক বাজারে পরিণত হয়েছে। সব কিছুকে জলাঞ্জলি দিয়ে শুধু ক্ষমতায় টিকে থাকবার জন্যে দেশের সব কিছু বিসর্জন দেওয়া হচ্ছে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রশংসা করে বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমান সাহেব কিন্তু অল্প সময়ের মধ্যে নেতৃত্বের সমস্ত গুণাবলী অর্জন করেছেন। দেখুন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে রয়েছেন, তার (তারেক রহমান) সুযোগ্য নেতৃত্বে সমস্ত দল ইউনাইটেড, শুধু ইউনাইটেডই নয় বিকশিত হচ্ছে।

খালেদা জিয়ার মুক্তির জন্য দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের সক্রিয় হওয়ার আহŸান জানান ফখরুল। জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে তারেক রহমানের দ্বাদশ কারামুক্তি দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়।

সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল, কেন্দ্রীয় নেতা তাইফুল ইসলাম টিপু, আনিসুর রহমান তালুকদার খোকন, মীর হেলাল, ফরহাদ হোসেন ফরহাদ বক্তব্য রাখেন।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *