April 27, 2024
খেলাধুলা

বাংলাদেশের কাছে ইচ্ছে করে হারবে ভারত!

 

 

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের সেমিফাইনালে ওঠা আটকাতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে ইচ্ছে করে হারবে ভারত! এমনটাই দাবি করে বসেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী।

পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে মতামত দেওয়ার সময় বাসিত আলী দাবি করেন, এবার সেমিফাইনালে উঠার দারুণ সুযোগ রয়েছে পাকিস্তানের। কিন্তু বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে ইচ্ছে করে হারবে ভারত। এতে পাকিস্তানের সেমির স্বপ্ন ভেঙে যাবে। আর ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শেষ চার নিশ্চিত করবে ভারত।

পাকিস্তানভিত্তিক ‘এআরআই নিউজ’কে নব্বইয়ের দশকে পাকিস্তানের হয়ে খেলা বাসিত বলেন, ‘ভারত এখন পর্যন্ত মাত্র ৫ ম্যাচ খেলেছে এবং তারা কখনোই চাইবে না পাকিস্তান সেমিফাইনালে খেলুক। ভারতের পরবর্তী দুই ম্যাচ বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে এবং সবাই দেখেছে আফগানদের বিপক্ষে ভারত কীভাবে খেলেছে।’

অনুষ্ঠানের উপস্থাপক বিষয়টা ব্যাখ্যা করতে বললে বাসিত বলেন, ‘মানুষ হয়ত বলবে না যে তারা (ভারত) ইচ্ছাকৃতভাবে হারবে কিন্তু ওরা এমনভাবে খেলবে যে মানুষ বুঝতেই পারবে না। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে খেলতেই দেখা যায়নি।’

এখানেই থেমে থাকেননি বাসিত। তার মতে ১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানের কাছে ইচ্ছাকৃতভাবে হেরে গিয়েছিল নিউজিল্যান্ড। তার দাবি, ‘১৯৯২ বিশ্বকাপে (গ্র“প পর্বে) ইচ্ছাকৃতভাবে হেরে গিয়েছিল নিউজিল্যান্ড। আমি মনে করি ইমরান খান এতে দ্বিমত করবেন না। কিউইরা হেরেছিল কারণ তারা সেমিফাইনালটা নিজেদের দেশের মাটিতে খেলতে চেয়েছিল।’

এবারের বিশ্বকাপ আসরের সঙ্গে ১৯৯২ বিশ্বকাপের কিছু মিল খুঁজে পাচ্ছেন অনেকে, বিশেষ করে পাকিস্তানের ক্ষেত্রে। গত রাতে (২৬ জুন) এখন পর্যন্ত চলতি আসরের সেরা দল নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তান। তাদের পয়েন্ট এখন বাংলাদেশের সমান (৭)। অর্থাৎ, সেমির আশা তাদের বেশ ভালোভাবেই টিকে আছে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *