September 14, 2024
আঞ্চলিক

বটিয়াঘাটা আন্তঃউপজেলা ইজিবাইক চালক ও মালিক সমিতির সভা

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটা আন্তঃউপজেলা ইজিবাইক চালক ও মালিক সমিতির এক জরুরী সভা গতকাল শনিবার সকাল ১০ টায় বটিয়াঘাটার হাটবাটী এলাকায়  ইউপি সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদের তনয় পল্লব বিশ্বাস রিটু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ভিপি মিঠুন রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শাহীন বিশ্বাস, সাংবাদিক আহসান কবির, সাংবাদিক ইমরান হোসেন, সমিতির সাবেক সভাপতি সুবোধ বৈরাগী, সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মোল্লা, শফিকুল ইসলাম সানা, কাতিয়ানাংলা সমিতির সভাপতি মোঃ আনাম শেখ, সাঃ সম্পাদক সাইফুল ইসলাম শেখ, গাওঘরা সমিতির সভাপতি আব্দুল হাই, সাঃ সম্পাদক আব্দুর ছাত্তার, আক্তারুজ্জামান, গল্লামারী সমিতির সভাপতি আব্দুল মালেক, সাঃ সম্পাদক মিলন সরদার, মোঃ বেল্লাল হোসেন, তপন মূখার্জী, রফিকুল সরদার, নূর ইসলাম মোল্লা, অরুণ গোলদার, মোঃ সাগর, শহীদ শানা প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে ইউপি সদস্য মোঃ নজরুল ইসলামকে সভাপতি করে একটি নতুন কমিটি ঘোষণা করা হয়। বক্তরা বটিয়াঘাটা উপজেলা ইজিবাইক চালকদের গল্লামারী ব্রীজ পর্যন্ত সহ সমগ্র উপজেলায় চলাচলের সুযোগ সুবিধা প্রদান সহ এবং বটিয়াঘাটা চালকদের  খুলনা সিটিতে চলাচল করতে না দেওযায়  সিটিতে চলাচলরত  ইজিবাইক চালকদের বটিয়াঘাটা উপজেলায় চলাচলের নিষেধাজ্ঞার  দাবী জানান।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *