বটিয়াঘাটায় সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১২টায় স্থানীয় বি,আর,ডিবি সম্মেলন কক্ষে পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়। সমাজসেবা কর্মকর্তা অমিত কুমার সমাদ্দার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরে উপ-পরিচালক খান মোতাহার হোসেন।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি, সাংবাদিক এড. প্রশান্ত বিশ্বাস, সাংবাদিক শাওন হাওলাদার, এস,এম ওয়ালিউল্লাহ হোসাইনী, বিমল কৃষ্ণ বালা, ঈশরাত জাহান তার্নিয়া, বাচ্চু হাওলাদার, সাগর গোলদার, সুদীপ সরকার, এ্যাঞ্জেলা পান্ডে, অনুপ কুমার রায়, অনিমেষ মন্ডল, হান্নান শেখ, সুইটি বৈরাগী, সুজাতা ঘোষাল প্রমুখ। এ সময় ৬৫ জনের মাঝে সর্বমোট ৯ লক্ষ ৯২ হাজার টাকা বিতরণ করা হয়। এর মধ্যে পুরুষ ৩৭ জন এবং মহিলা ২৮ জন।