বটিয়াঘাটায় সরকারি খালে উচ্ছেদ অভিযান
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটায় গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি), মোঃ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে উপজেলা গঙ্গারামপুর ইউনিয়নের দোয়ানিয়া খালের অবৈধ দখল দারিত্বের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে পারশলুয়া গ্রামের মৃতঃ সৈয়দ হাওলাদারের পুত্র মোঃ জয়নাল হাওলাদার, বিত্তিশলুয়া গ্রামের আনসার হাওলাদারের পুত্র ফারুক হাওলাদার, হেতালবুনিয়া গ্রামের সত্তার হাওলাদারের পুত্র জামাল হাওলাদার, তিতুখালী গ্রামের ধীরেন্দ্রনাথ বিশ্বাসের পুত্র সুশান্ত বিশ্বাস ও প্রশান্ত বিশ্বাস এবং শুভংকর মন্ডল কে উক্ত খাল থেকে উচ্ছেদ করে অবৈধ স্থাপনা ভেঙ্গে দেন।
এ সময় উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হাদী উজ-জামান হাদী, সহ ইউপি সদস্য, সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। এ ব্যাপারে খাল দখলকারী জামাল হাওলাদারকে জিজ্ঞাসা করলে জানান, আমরা জমিদারি স্টেট থেকে ক্রয় সূত্রে দলিল মোতাবেক খালে পল্টি ও মাছ চাষ করে আসছি। তবে সহকারী কমিশনার (ভূমি), মোঃ দেলোয়ার হোসেন বলেন খালটি রাষ্ট্রীয়ত্ব সরকারী খাল এটা ব্যাক্তিমালিকানায় যাওয়ার কোন সুযোগ নাই।