বটিয়াঘাটায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধ বিষয়ক সভা
বটিয়াঘাটা প্রতিনিধি
সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধ বিষয়ক এক সভা গতকাল সোমবার বেলা ১২টায় বটিয়াঘাটায় পুলিশিং ফোরামের আয়োজনে স্থানীয় সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ফোরামের সভাপতি ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডলের সভপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন। থানার ওসি মোঃ রবিউল কবীর, ওসি তদন্ত মোস্তফা হাবিবুল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য যথাক্রমে নূর আলম ভূইয়া, নজরুল ইসলাম খাঁন,বিউটি মন্ডল, কিশোর বিশ্বাস, প্রসেনজিৎ মন্ডল, সুভাস গাইন, গোবিন্দ বাছাড়, রবিন্দ্রনাথ মন্ডল, রমা মন্ডল, আ’লীগ নেতা অলোক মল্লিক, সাংবাদিক যথাক্রমে মোঃ আহসান কবীর, পরিতোষ রায়, ইমরান হোসেন, বুদ্ধদেব মন্ডল, এস,এম,এ ভুট্টো,বিপ্রদাস রায়, নিতিশ বাছাড় প্রমূখ। সভায় বক্তারা সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকসহ অন্যান্য সমাজ বিরোধী কর্মকান্ডের সাথে যুক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহীনিকে সহয়তা ও তথ্য প্রদান করার জন্য আহŸান জানান। অপরদিকে অনুরুপ এক সভা সকাল ১০টায় জলমা ইউপি মিলনায়তনে চেয়ারম্যান আশিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল। থানার ওসি মোঃ রবিউল কবীর।