বটিয়াঘাটায় রোপা আমন ব্রী ধান ৭৭ জাতের প্রদর্শনী
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটায় রাজস্ব খাতের অর্থায়নে রোপা আমন ব্রী ধান ৭৭ জাতের প্রদর্শনীর লক্ষ্যে কৃষক মাঠদিবস গতকাল সোমবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটা উপজেলার সুখদাড়া মন্দির চত্বরে কুষক সঞ্জয় মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠদিবসে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন। বক্তৃতা করেন এস এ পি সিও ইমান আলী মল্লিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সরদার আব্দুল মান্নান ও পিন্টু মল্লিক প্রমূখ। উক্ত মাঠ দিবসে দেড় শতাধিক কৃষক কৃষানীরা উপস্থিত ছিলেন।