বটিয়াঘাটায় প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায়ের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট দপ্তরে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে। অভিযোগে প্রকাশ, প্রধান শিক্ষক স্বপন কুমার গত ০৫-০৫-২০১১ তারিখে উক্ত বিদ্যালয়ে দায়িত্ব গ্রহনের করার পর থেকে একের পর এক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ বানিজ্য সহ ক্ষমতার অপব্যাবহার করে আসছে। তার এই দুর্নীতির বিরূদ্ধে কেউ কোন প্রতিবাদ করলে অকথ্য ভাষায় গালি গালাজ সহ আদালতে মামলা করে ভয়ভীতি প্রদর্শন করে। এছাড়াও তার এক নায়কতন্ত্রের কারনে বিগত ৮ বছর ধরে তিনি কোন প্রকার ম্যানেজিং কমিটি গঠন না করে শিক্ষদের বেতন ভাতা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে উত্তোলন চালিয়ে আসছে। গত ৪ অক্টোবর স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে একটি এ্যাডহক কমিটি গঠন করা হয়। দীর্ঘদিন ধরে ওই কমিটি বহাল থাকলেও তার অপকর্ম ঢাকতে কোন নির্বাচন দেননা । অবশেষে ভ’ক্তভোগীরা প্রতিকার পেতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে।