September 18, 2024
আঞ্চলিক

বটিয়াঘাটায় তরুণ আ’লীগ নেতা তুহিন রায়ের গণসংযোগ

বটিয়াঘাটা প্রতিনিধি

উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে তরুণ আওয়ামী লীগ নেতা তুহিন রায় গত শনিবার দিনব্যাপী উপজেলা ভান্ডারকোট ইউনিয়নের হালিয়া হাটখোলা, শেয়ালীডাঙ্গা, চান্দামারী, নোইলতলা, গঙ্গারামপুর ইউনিয়নের কাশিয়ারডাঙ্গা, মশিয়ারডাঙ্গা, কায়েমখোলা হুলা, কাঠামারী, গোপালখালী, ডেউয়াতলা, কাতিয়ানাংলা, আমতলা, বয়ারভাঙ্গা, কোদালদোয়া, দেবীতলা, শলুয়া, মাছালিয়া, খলসীবুনিয়া, তিতুখালী, সুরখালী ইউনিয়নের সুখদাড়া, গাওঘরা, কল্যাণশ্রী, সুরখালী, টাকিমারী ভগবতীপুর, রায়পুর, সদর ইউনিয়নের আউশখালী, হেতালবুনিয়া, বটিয়াঘাটাবাজার সদর এবং সরস্বতী পূজা উপলক্ষে গতকাল রবিবার দিনব্যাপি  উপজেলা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও জলমা ইউনিয়নে চরা, সাচিবুনিয়া, ঝড়ভাঙ্গা, গজালমারী, চক্রাখালী, গুপ্তমারী, ছয়ঘরিয়া, তেতুঁলতলা, পুটিমারিসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গন সংযোগ সহ সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও দোয়া এবং আর্শীরবাদ প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আলীগের সহ-সভাপতি প্রদীপ বিশ্বাস, সাংগাঠনিক সম্পাদক অনুপ গোলদার, প্রচার সম্পাদক ও ইউপি সদস্য মাসুদ রানা, উপজেলা আলীগের সাবেক সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ ঢালী, উপজেলা আলীগের পরিবেশ সম্পাদক স্বপন সরকার, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি গোবিন্দ মল্লিক, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন রায়, বীরমুক্তিযোদ্ধা কার্ত্তিক চন্দ্র বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন রায়, জলমা ইউনিয়নের যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য বিপ্রদাস টিকাদার কার্ত্তিক, সধারণ সম্পাদক ও ইউপি সদস্য তরিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি গৌরদাস ঢালী, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি গোবিন্দ রায়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *