বটিয়াঘাটায় গাঁজাসহ আটক ২
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা থানা পুলিশ গত রবিবার রাত্রে উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের কায়েমখোলা হুলা গ্রামে এক অভিযান চালিয়ে ৮ পুরিয়া গাঁজা সহ দুই ব্যক্তিকে আটক করেছে।
আটককৃতরা হলো ঐ এলাকার উচরত শেখের পুত্র রাজা শেখ (৩৫) ও হামিদ হাওলাদারের পুত্র আতিবুর হাওলাদার (৩২)। পুলিশ জানায়, তাদের উভয়ের কাছ থেকে ৪ পুরিয়া করে সর্বমোট ৮ পুরিয়া গঞ্জিকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানা পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।