বটিয়াঘাটায় আইন শৃংখলা কমিটিসহ ৪টি সভা অনুষ্ঠিত
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলায় আইন শৃংখলা কমিটির মাসিক সভা, জাতীয় শিশু দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এবং খাদ্য কমিটির পৃথক পৃথক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় জ্যোতিষ্ক সভা কক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অমিতেষ দাস, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামান, বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল কবির, কৃষি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম হালদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, সমাজ সেবা কর্মকর্তা অমিত সমদ্দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ কাদের, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, সমবায় কর্মকর্তা জান্নাতুন্নেসা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসেনজিৎ প্রনয় মিশ্র, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, খাদ্য কর্মকর্তা রফিকুল আলম, উপজেলা প্রেসক্লাব সভাপতি প্রতাপ ঘোষ ও সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, হরিণটানা ও লবণচরা থানা প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মনোরঞ্জন মন্ডল, আলহাজ্ব আশিকুজ্জামান, শেখ হাদীউজ্জামান হাদী, সরদার আব্দুল হাদী, ইসমাইল হোসেন মোল্যা বাবু, মোঃ গোলাম হাসান, সমাজ সেবক প্রফুল্ল্য রায়, মাদ্রাসার অধ্যক্ষ বোরহান উদ্দিন, প্রধান শিক্ষক কাঞ্জিলাল মল্লিক, আনন্দ মোহন বিশ্বাস, শিক্ষক ধীমান মন্ডল প্রমূখ।