April 11, 2024
আঞ্চলিক

বটিয়াঘাটায় অর্ধশতাধিক মন্ডপে বাসন্তী দেবীর পূজা আয়োজন

 

 

বটিয়াঘাটা প্রতিনিধি

আজ বৃহস্পত্তিবার থেকে শুরু হচ্ছে সারা দেশের ন্যায় বটিয়াঘাটা উপজেলার হিন্দু জনঅধূষিত সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব শ্রী শ্রী বাসন্তী দেবীর পূজা। এ উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। ইতিমধ্যে প্রতিমা তৈরির শেষ আঁচড় টুকু সেরে নিতে ব্যস্ত সময় পার করছেন ভাষ্করেরা। এবার এ উপজেলায় অর্ধ শতাধিক পূজা মন্ডপে বাসন্তী দেবীর পূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল শুক্রবার দেবী বাসন্তীর নব পত্রিকা প্রবেশ স্থাপন অর্থাৎ সপ্তমী বিহীত পূজা প্রশস্তা।

পরদিন শনিবার অষ্টমী পূজা সমাপন। আগামী রবিবার প্রাতঃ পৌনে সাতটার মধ্যে নবমী বিহিত পূজা এবং ঐ দিনই শ্রী শ্রী বাসন্তী দেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন। এবারও উপজেলার সর্ববৃহৎ পূজার মেলা অনুষ্ঠিত হবে বয়ারভাঙ্গা পূর্বপাড়া সার্বজনীন বাসন্তী পূজা উদযাপন পরিষদের আয়োজনে। দ্বিতীয় বৃহত্তম মেলা অনুষ্ঠিত হবে জলমা চক্রাখালী সর্বাজনীন পূজা কমিটির উদ্যোগে।

এছাড়াও কিস্মত ফুলতলা পূর্বপাড়া সার্বজনীন বাসন্তী পূজা, দেবীতলা সার্বজনীন পূজা মন্দির,হেতালবুনিয়া নাহাড়ীতলা মন্দির, ভেন্নাবুনিয়া সার্বজনীন পূজা মন্দির, কৈয়াবাজার সার্বজনীন, শৈালমারী সার্বজনীন, লক্ষীখোলা সার্বজনীন, টালিয়ামারা সার্বজনীন, শ্যামগঞ্জ সার্বজনীন, হালিয়া সার্বজনীন, তিতুখালী সার্বজনীন, সুখদাড়া সার্বজনীন, পারবটিয়াঘাটা সার্বজনীন, মাইলমারা সার্বজনীন ও জলমা পুরাতন ফেরীঘাট সার্বজনীন মন্দির সহ অর্ধশতাধিক পূজা আয়োজক কমিটি অনুরুপ মেলার আয়োজন করেছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *