October 8, 2024
খেলাধুলা

বঙ্গবন্ধু বিপিএল শুরু হচ্ছে আজ

ক্রীড়া ডেস্ক

আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপকে লক্ষ্য করে আজ শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু’ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের বিশেষ আসর। সামনের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এবারের বিশেষ আসর ‘বঙ্গবন্ধু বিপিএল’কে বেছে নিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী বছরটিকে ‘মুজিব বর্ষ’ ঘোষনা দিয়ে দেশ ব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। কেবলমাত্রমাত্র বাংলাদেশ সরকারই নয়, ইউনেস্কোও মুজিব বর্ষ পালনের ঘোষণা দিয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) আগেই বঙ্গবন্ধুর নামে এবারের বিপিএল আয়োজনের ঘোষণা দেয়া। আসন্ন টি-২০ বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার প্লাটফর্ম ‘বঙ্গবন্ধু বিপিএল’কেই দেখছে বিসিবি।

গেল রোববার এবারের বিশেষ ‘বঙ্গবন্ধু বিপিএল’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে মনোমুগ্ধকর কনসার্টের আয়োজনও ছিলো। সেখানে পারফরর্ম করেছেন বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। যাদের পারফমেন্স মুগ্ধ হয়েছে ক্রিকেটপ্রেমি, দর্শকরা।

ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক নয়, এবারের বিপিএল আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় থাকছে বিসিবি। টুর্নামেন্টে অংশ নেয়া সাতটি দলের সঙ্গে যুক্ত যুক্ত হয়েছেয়ে বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠান। ১৭ জানুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে বিশেষ ‘বঙ্গবন্ধু বিপিএল’। তবে ফাইনালের জন্য ১৮ জানুয়ারি রির্জাভ-ডে রাখা হয়েছে।

বিসিবি একটি দলকে স্পন্সর করছে। সেটি হলো- কুমিল­া ওয়ারিয়র্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সদের স্পন্সর আক্তার ফার্নিশার্স, ঢাকা প্লাটুনের স্পন্সর যমুনা ব্যাংক লিমিটেড, খুলনা টাইগারর্সদের স্পন্সর প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, আইপিসি স্পন্সর করছে রাজশাহী রয়্যালসের, রংপুর রেঞ্জার্সের স্পন্সর ইনস্পেটা ফার্মাসিউটিক্যালস। সিলেট থান্ডারের সাথে থাকছে জিভানি ফুটওয়্যার। এই সাতটি দলের পরিচালক হিসেবে রয়েছেন সাত বিসিবি পরিচালক।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘টুর্নামেন্টটি বিসিবি পরিচালনা করবে এবং সামনে যেহেতু টি-২০ বিশ্বকাপ আছে তাই আমরা এখান থেকে কিছু ভালো খেলোয়াড় বের করে আনার চেষ্টা করবো। টি-২০ ক্রিকেটে বিভিন্ন পজিশনে আমাদের কিছু সমস্যা আছে, যে কারণে আমাদের কিছু খেলোযাড় খুঁজে বের করা দরকার। একই সাথে ব্যাক-আপ পুল তৈরি করা দরকার। তাই এবারের টুর্নামেন্টটি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।

তিন ভেন্যু ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু বিকেল ৫টা ২০মিনিটে। তবে শুক্রবার খেলার সময়ে কিছুটা পরিবর্তন থাকছে। প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়, দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।

গেল ১২ নভেম্বর ড্রাফটের মাধ্যমে বিশেষ ‘বঙ্গবন্ধু বিপিএল’-এর নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে স্থানীয় ও বিদেশীদের নিয়ে নিজেদের দল সাজিয়ে নিয়েছে সাতটি দল। সাত দলের মধ্যে মাত্র একটি দল ঢাকা প্লাটুনে আছে স্থানীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বাকী ছয়টি দলের কোই বিদেশী।

ইতোমধ্যে দলগুলোর সাথে কোচরা যোগ দিয়েছেন। স্থানীয় হওয়ায় সবার আগে ঢাকা প্লাটুনের সাথে অনুশীলন শুরু করেন সালাউদ্দিন। বিদেশী খেলোয়াড়দের অধিকাংশই ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলন শুরু করেচেন। বাকিরাও যথা সময়ে দলের সাথে যোগ দিবেন।

আজ টুর্নামেন্টের উদ্বোধনী দিন চারটি দল মাঠে নামছে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার। দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে কুমিল­া ওয়ারিয়র্স ও ইনসেপ্টা রংপুর রেঞ্জার্স।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *