April 19, 2024
আঞ্চলিক

বঙ্গবন্ধু গরীব-দুঃখী মানুষের পাশেই বেশি দাঁড়াতেন, সেই চেষ্টা করছি – সালাম মূর্শেদী এমপি

বঙ্গবন্ধুর জন্মের মাধ্যমে সৃষ্টি হয়েছে বাংলাদেশ। যার কারণে এ অঞ্চলের জনগণ তাদের নিজ নিজ পরিচয় বহন করতে পারে। বঙ্গবন্ধু গরীব-দুঃখী মানুষের পাশেই বেশি দাঁড়াতেন। তারই আদর্শ অনুযায়ি সকল ধরনের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রবিবার আয়োজিত অনুষ্ঠানে বলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি ও ১০২, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। এ সময় এমপি পতœী সারমিন সালামও উপস্থিত ছিলেন। রবিবার সাংসদ ও তার সহধর্মিনী দিঘলিয়া ও রূপসা উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও এই দিন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংসদ ও তার সহধর্মিনী দিঘলিয়া উপজেলা হাসপাতাল পরিদর্শন করেন। এর আগে রোববার ১২টা এক মিনিটে সাংসদের খুলনাস্থ অফিসে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *