October 8, 2024
আঞ্চলিক

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে

 

সদর থানা আ’লীগের কেক কাটা অনুষ্ঠানে সেখ জুয়েল

 

খবর বিজ্ঞপ্তি

খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বাঙালির অধিকার প্রতিষ্ঠিত হতো না। আমাদের আজ পরাধীন থাকতে হতো। বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু’র অসমাপ্ত কাজ সমাপ্ত করে বাঙালির অধিকার নিশ্চিত করছেন। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দেশরতœ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হবে। গতকাল মঙ্গলবার সদর থানার কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, বিসিবি’র পরিচালক শেখ সোহেল। থানা সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, শ্যামল সিংহ রায়, জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এ্যাড. অলোকা নন্দা দাস, তারিকুল আলম খান, কাজী জাহিদুল ইসলাম, এ কে এম শাজাহান কচি, এ্যাড. কে এম ইকবাল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে তিনি একশত পাউÐের কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর শুভ যাত্রা শুরু করেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *