September 21, 2024
আঞ্চলিক

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই : মুস্তফা লুৎফুল্লাহ

 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

তালা-কলারোয়ার সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেছেন, মানসম্মত শিক্ষাই সরকারের প্রত্যাশা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই। গতকাল রবিবার বেলা ১২টার দিকে কলারোয়া উপজেলা সোনার বাংলা ডিগ্রী কলেজের হলরুমে নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনার বাংলা ডিগ্রী কলেজের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

এর আগে স্বাগত বক্তব্য দেন সোনার বাংলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জুয়ারা খাতুন। এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, অধ্যাপক আব্দুর রহিম, উপজেলা আ.লীগের সদস্য আব্দুর রহমান, প্রভাষক নুর হোসেন আজাদী, মাজেদুল ইসলাম, জাকির হোসেন, প্রদীপ কুমার পাল, শেখ মাহফুজুর রহমান, আব্দুল্লাহ আল জিয়াদ, শাহাজাহান কবির, ফারহানা জেসমিন, রেজাউল করিম, মিজানুর রহমান, রবিউল ইসলাম, আব্দুল হাকিম, আরশাদ আলি, হাবিবুর রহমান, শরিফুজ্জামান, জাফরুল ইসলাম, আজহারুল ইসলাম, সাইরুন আক্তার প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক শিক্ষার্থী ও সুধিজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা ক্রেষ্ট ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন- কলেজের প্রভাষক প্রদীপ কুমার পাল।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *