February 27, 2024
আঞ্চলিক

বঙ্গবন্ধুর জন্ম-শতবর্ষে অনুষ্ঠিত হবে বিশ্বের সর্ববৃহৎ সাইকেল র‌্যালি

তথ্য বিবরণী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম-শতবর্ষে বিশে^র সর্ববৃহৎ সাইকেল র‌্যালি আয়োজনের লক্ষ্যে আয়োজক কমিটির দ্বিতীয় প্রস্তুতি সভা গতকাল বুধবার দুপুরে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় খুলনার জেলা প্রশাসককে আহবায়ক করে সাইকেল র‌্যালি আয়োজনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পাশাপাশি অনুষ্ঠিতব্য সর্ববৃহৎ সাইকেল র‌্যালিটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ অন্তর্ভুক্ত করতে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী খুলনা হতে টুঙ্গিপাড়া পর্যন্ত এ সাইকেল র‌্যালি বাস্তবায়নে কমিটির সদস্যরা প্রতিমাসে দুইবার অগ্রগতি পর্যালোচনা সভায় মিলিত হবেন এবং এ বিষয়ক প্রচারণার অংশ হিসেবে ১০ সদস্যের সাইক্লিস্ট দল দেশের ৬৪ জেলা পরিভ্রমণ করবেন।

প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, খুলনা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইশরাত জাহান, কর্মচারি কল্যাণ বোর্ডের উপ-পরিচালক মুঃ বিল্লাল হোসেন খান, খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম ও মুক্তিযোদ্ধা আলমগীর কবীরসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *