বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগের বর্ধিত সভা
খবর বিজ্ঞপ্তি
আগামী ১৭ ই মার্চ স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে খুলনা জেলা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মো: পারভেজ হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেনের পরিচালনায় উক্ত বর্ধিত সভায় আগামী ১৬ই মার্চ সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় কয়রা উপজেলা ছাত্রলীগের প্রয়াত সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেলের বিদেহী আত্মার শান্তি কামনায় নিরাবতা পালন ও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন মারুফ হোসেন, নাসির হোসেন, জাকারিয়া রহমান ওমান, মন্জুরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান রুবেল, বাপন রায়, প্রতাপ ঘোষ, রফিকুল ইসলাম লিখন, লিয়ন বিশ্বাস, আমীরুল মোমেনীন রানা, তানভীর রহমান আকাশ, মৃনাল কান্তি বাছাড়, কাজী নাজিব, আতিকুর রহমান আতিক, সুরজিৎ মন্ডল, চিশতি নাজমুল বাশার, বাধন হালদার, শাহীন আলম রাজ, ফাইমিন সরদার, শেখ মো: রাসেল, দিপ্ত দাস, এস এম নাভিদ, মফিজুর রহমান মুন্না, ফোরকান আহম্মেদ রনি, খান আবুল বাশার, মইনুল ইসলাম নয়ন, শরিফুল ইসলাম টিংকু, রিয়াজুল ইসলাম,সাদ্দাম হোসেন, রায়হান পারভেজ রনি প্রমূখ।