February 19, 2025
আঞ্চলিক

বইমেলায় ‘জসিম উদ্দিনের কবিতায় ১৯৭১’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন

দ. প্রতিবেদক

গতকাল মঙ্গলবার ছিল মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা- ২০২০’ এর ২৫তম দিন। বিকাল ৪টায় বইমেলার মঞ্চে পুলিশ লাইন স্কুল এর ছাত্রছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় অনুষ্ঠিত হয় কবি সংসদ ও দক্ষিণ বাংলা সাহিত্য পরিষদ এর বাচিক শিল্পীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।  বইমেলার মঞ্চে সন্ধ্যা ৬.২০ মিনিটে প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক ড. মো: আহছান উল্যাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম রইজ উদ্দিন, যুগ্ম সচিব (অব:), বাংলাদেশ সরকার। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বিভূতিভূষণ মন্ডলের পক্ষে সাইফুল ইসলাম মল্লিক।

প্রবন্ধের বিষয় ‘জসিম উদ্দিনের কবিতায় ১৯৭১’। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো: হাবিবুল হক খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, খুলনা। পরিশেষে রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা ও নান্দিক একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নূরুন্নাহার হীরা, কিশোর কুমার বাড়ৈ, শাহারুজ্জামান। অনুষ্ঠান সমন্বয়ের দায়িত্বে ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *