April 24, 2024
Uncategorized

ফ্রান্সে প্লেন বিধ্বস্তের ঘটনায় নিহত ৫

ফ্রান্সের আল্পসে পর্যটকবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে এক পরিবারের চার সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার (২১ মে) দেশটির পবর্তাঞ্চল এলাকায় ঘটনাটি ঘটে।

বিধ্বস্তের ঘটনায় নিহত পঞ্চম ব্যক্তি ছিলেন প্লেনটির পাইলট। খবর ডেইলি মিররের।

স্থানীয় উদ্ধারকারী পরিষেবা সংস্থাগুলো এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, পর্যটকবাহী প্লেনটি দক্ষিণ-পূর্ব ফ্রান্সের গ্রেনোবলের কাছে ভারসাউড এয়ারফিল্ড থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়।

ডেইলি মিররের খবরে বলা হয়, যাত্রীদের নিয়ে প্লেনটি ৩০ মিনিটের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারত। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটি বিধ্বস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্লেনটি ইসেরে শহরের কাছে একটি মাঠে বিধ্বস্ত হয়। ঘটনাটি দেখার সঙ্গে সঙ্গে তারা জরুরি পরিষেবায় খবর দেন। সদস্যরা এসে বিধ্বস্ত হওয়া প্লেনটির ভেতরে চার প্রাপ্তবয়স্ক ও এক শিশুর মরদেহ উদ্ধার করেন।

বিধ্বস্ত বিমানের আগুন নেভাতে ঘটনাস্থলে প্রায় ৬০ জন দমকল কর্মী নিয়োগ দেওয়া হয়।

স্থানীয় প্রতিবেদন অনুসারে, প্লেনটি ছিল ছোট জোডেল ডি ১৪০ মডেলের। সেটি কেন বিধ্বস্ত হয়েছে, সে তথ্য পাওয়া যায়নি।

গ্রেনোবল প্রসিকিউটররা কী ঘটেছে- সেটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

সূত্র: ডেইলি মিরর

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *