October 4, 2024
আঞ্চলিক

ফেরদৌসী আলীর জন্মদিনে আ’লীগের শুভেচ্ছা ও অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

ডেইলি ট্রিবিউনের সম্পাদক, নারী নেত্রী, ষাটের দশকের ছাত্রনেত্রী বেগম ফেরদৌসী আলী জন্মদিনে দীর্ঘায়ু কামনা, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। অভিনন্দনে নেতৃবৃন্দ বলেন, বেগম ফেরদৌসী আলী খুলনায় নারী আন্দোলনের অন্যতম পুরোধা। যখন ঘর থেকে কোন নারীকে মৌলবাদীরা বের হতে দিতো না, ঠিক সেই সময়ে ফেরদৌসী আলী দেশ মাতৃকার টানে রাজপথে এসে আন্দোলন করেছেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পতাকা হাতে নিয়ে খুলনায় নারীদের সুসংগঠিত করেছেন। ছাত্র রাজনীতির পরবর্তীতে তিনি রাজপথ ছেড়ে হাতে কলম তুলে ধরেছিলেন এদেশের মানুষের পক্ষে। তাঁর ক্ষুরধার লিখনীর মাধ্যমে তিনি এ অঞ্চলের অসহায় দুখী এবং বঞ্ছিত মানুষের পাশে দাড়িয়েছেন। আজোও তিনি তার লিখনীর মাধ্যমে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় একই ভাবে লিখে যাচ্ছেন। তাঁর এ লিখনী চলতে থাকুক অনন্তকাল এ প্রত্যাশা করেছেন কেন্দ্রিয় নেত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *