April 20, 2024
জাতীয়

ফেইসবুকে অপপ্রচার: ‘জাতীয়তাবাদী সাইবার দলের’ নেতা গ্রেপ্তার

সামাজিক যোগাযোগের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানোর অভিযোগে নাটোরের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব।

র‌্যাব বলছে, গ্রেপ্তার আশেক আহমেদ (৪০) ‘জাতীয়তাবাদী সাইবার দলের’ নাটোর জেলা শাখার সভাপতি। রোববার রাত ১১টার দিকে তেজগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার ঢাকার কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর অধিনায়ক মো. এমরানুল হাসান বলেন, “আশেক ফেইসবুকে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর বিতর্কিত ও কটাক্ষপূর্ণ মন্তব্য করে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী প্রপাগান্ডা চালিয়ে আসছিলেন।

“এছাড়া সজ্ঞানে জাতীয় নেতৃবৃন্দ সম্পর্কে বিকৃত কুরুচিপূর্ণ মন্তব্য ও ছবি পোস্ট করে আসছিলেন তিনি।”

র‌্যাব কর্মকর্তা এমরানুল হাসান বলেন, আশেক ছাত্রজীবন থেকেই এনপির রাজনীতিতে জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে পড়ার সময় তিনি বঙ্গবন্ধু হল ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। “রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০১০ সালে আশেক ইতালিতে চলে যান। পরে ২০১৪ সালে দেশে ফিরে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, আশেক নিজেকে নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এবং নাটোর জেলা জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি বলে দাবি করছেন।

তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে র‌্যাব কর্মকর্তা এমরানুল হাসান জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *